সুনামগঞ্জে আদালতে হাজিরা দিতে গিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালানো স্ত্রী হত্যা মামলার আসামি ইকবাল হোসেনকে (২৮) সিলেট থেকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সিলেটে সাগর দিঘীর পাড় এলাকা থেকে ইকবালকে আটক করে পুলিশ।
সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, গত ৮ ডিসেম্বর হাজিরা দেয়ার জন্য সুনামগঞ্জ জেলা কারাগার থেকে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। এ সময় আসামিদের আদালতের কাঠগড়ায় নেয়ার আগে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কোর্ট হাজত থেকে পালিয়ে যায়। ঘটনার ১০ দিন পর তাকে সিলেটের দিঘীর পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘আসামি ইকবালকে সিলেট থেকে আটক করে সুনামগঞ্জ আনা হচ্ছে।’